জেলা সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় আয়েশা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
রবিবার উপজেলার আইয়ূবপুর ক্যাপ্টেন তাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনাটি ঘটে।
নিহত আয়েশা বেগম নবীনগর উপজেলার চতর খোলা গ্রামর মোকাদ্দেস মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, দুপুরে হাই স্কুলের সামনে একটি পিকআপ ভ্যান পথচারী আয়েশাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।