অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে দুই বছর সাজাভোগ শেষে দেশে ফিরেছে ১৩ বাংলাদেশি কিশোর-কিশোরী।
ভালো কাজের প্রলোভনে তাদের পাচার করা হয়েছিল বলে ভাষ্য পুলিশের।গত মঙ্গলবার (৯ই জুলাই) বিকাল ৪টার পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত আসে এই ১৩ জন।
ওসি আজহারুল ইসলাম বলেন, “ভালো কাজের প্রলোভনে দালালের খপ্পরে পড়ে দুই বছর আগে তারা অবৈধভাবে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে।
ট্রাভেল পারমিটের কার্যক্রম শেষে ফেরত আসা ১৩ বাংলাদেশি কিশোর-কিশোরীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেরত আসারা ভাল কাজের সন্ধানে ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে যায়। সেখানে বাসাবাড়িতে কাজ করার সময় ও অবৈধভাবে বসবাস করার অভিযোগে সে দেশের পুলিশের কাছে আটক হয় তারা। আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেন তাদের। সেখান থেকে এনজিও সংস্থা ধ্রুবাশ্রম ও সুকন্যা তাদের ছাড়িয়ে নিয়ে নিজেদের হেফাজতে নেয়। দুই দেশের মধ্যে চিঠি চালাচালির এক পর্যায়ে তারা দেশে ফিরেছেন।
যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ‘ফেরত আসাদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার, রাইটস যশোর ও মহিলা আইনজীবী সমিতির নিজস্ব শেল্টার হোমে রেখে পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে জানান।