সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / বিশ্বকাপে আলো ছড়াবেন শান্ত-মিরাজ: হার্শা ভোগলে

বিশ্বকাপে আলো ছড়াবেন শান্ত-মিরাজ: হার্শা ভোগলে

ভারতের মাটিতে আগামী ৫ অক্টোবর শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপে ১৩তম আসর। এই আসরে ব্যাটারদের পাশাপাশি চোখ থাকবে বোলারদের দিকেও। এবারের বিশ্বকাপে ‘প্লেয়ার টু ওয়াচ’ বা কারা কোন দলের হয়ে আলো ছড়াবেন? ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজে এ বিষয়ে বাংলাদেশ নিয়ে বিশ্লেষণে টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও স্পিন অলরাউন্ডার মেহেদী মিরাজকে বেছে নিয়েছেন জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে।

তার ভাষায়, বাংলাদেশ দলের সেরা ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান। ইংল্যান্ড বিশ্বকাপে দুর্দান্ত ক্রিকেট খেলা সাকিব এবারও দলকে ভরসা দেবেন বলে বিশ্বাস তার। এ ছাড়া লিটন দাসের বড় ভক্ত বলেও উল্লেখ করেছেন তিনি। অভিজ্ঞ মুশফিকও আছেন দলে। ভোগলে এই তিনজনের বাইরে নাজমুল শান্ত ও মেহেদী হাসান মিরাজে চোখ রাখতে বলেছেন।

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে হার্শা বলেন, ‘আমি তাদের একজন অলরাউন্ডারের কথা বলব। মেহেদী মিরাজ, যাকে আমি প্রথমে টেস্ট খেলতে দেখেছি। টেস্ট ক্রিকেটের মানানসই অফ স্পিনার হিসেবে। এর পর তাকে আমরা দারুণ সব ইনিংস খেলতে দেখলাম। আমার চোখে— মিরাজের মধ্যে পরবর্তী সাকিব হওয়ার নির্যাস আছে।’

এ ছাড়া উদীয়মান ক্রিকেটার হিসেবে নাজমুল হোসেন শান্তর প্রশংসাও করেছেন প্রখ্যাত এই ক্রিকেট বিশ্লেষক। হার্শা বলেন, ‘নাজমুল শান্ত খুবই মুগ্ধ করার মতো ধারাবাহিক খেলা খেলছে। সে টপ অর্ডারে খেলাটাকে এগিয়ে নিতে পারছে। বাংলাদেশের অনেক খেলোয়াড় দলে এসে আলো ছড়িয়ে একটু একটু করে নিভে যায়। শান্ত ধীরে ধীরে বিকশিত হচ্ছে। সে মুশফিক ও সাকিবের ওপর যাওয়া চাপটা নিজের কাঁধে নিতে পারছে।’

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

বাফুফে সভাপতির পদে তরফদার-তাবিথ নাকি ইমরুল?

  নিজস্ব প্রতিবেদক: ফুটবলের প্রতি দেশের মানুষের যত আশা ও আবেগ, তা ...