আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসিপ তাইপ এরদোগান বিতর্কিত ভোটে পুনরায় নির্বাচিত হওয়ায় ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অভিনন্দন জানিয়েছেন। যদিও সদ্য সমাপ্ত ভেনেজুয়েলার নির্বাচনটি আন্তর্জাতিকভাবে ব্যাপকভাবে নিন্দিত হয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয় বুধবার এ খবর জানায়। খবর বার্তা সংস্থা এএফপি’র।
রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও এরদোগান ছাড়া খুব কম বিশ্ব নেতাই ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন।
যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনের তীব্র নিন্দা জানিয়েছে।
ইউরোপিয়ান ইউনিয়ন বলেছে নির্বাচনে অনিয়ম হয়েছে এবং তা আন্তর্জাতিক মান অক্ষুন্ন রাখতে ব্যর্থ হয়েছে।
তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদুলু বলছে, এরদোগান মাদুরোকে টেলিফোনে অভিনন্দন জানান এবং দুদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করেন।