ঝালকাঠির রাজাপুরে বিআরটিসি বাস নিয়ন্ত্রন হারিয়ে বৈদ্যুতিক খুটি ও গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে বাসের সুপার ভাইজার মেহেদী হাসান ও বাস যাত্রী পারভেজ নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। বিআরটিসি বাসটি দূর্ঘটনা কবলিত পড়ায় সড়কে আধা ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।
শুক্রবার সকাল পৌনে ১০ টার দিকে বরিশাল—পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কের উপজেলার কানুদাশকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার করে পার্শবতীর্ ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। রাজাপুর থানার ওসি পুলিক চন্দ্র রায় জানান, ঘটনাস্থলেই সুপার ভাইজার ও এক বাস যাত্রী নিহত হন এবং অন্তত ১২/১৫ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার পরে যান চলাচল বন্ধ হলে পুলিশ তাৎক্ষনিক যান চলাচল স্বাভাবিক করেন। মরদেহ উদ্ধার করে পরবতীর্ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।