সর্বশেষ সংবাদ
Home / প্রচ্ছদ / বানশালির পরবর্তী ছবিতেও থাকছেন আলিয়া

বানশালির পরবর্তী ছবিতেও থাকছেন আলিয়া

সুসময় চলছে আলিয়া ভাটের। প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন। এ বছর হলিউডে অভিষেক হবে তার। এরইমধ্যে শুটিং শুরুও করে দিয়েছেন। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে। সমালোচকরাও প্রশংসা করেছেন আলিয়ার অভিনয়ের। গাঙ্গুবাঈয়ের পর ফের নন্দিত নির্মাতা সঞ্জয় লীলা বানশালির সঙ্গে জুটি বাঁধেছেন আলিয়া। ছবির নাম ‘বৈজু বাওয়ারা’।

অনেকেই ভেবেছেন সন্তানসম্ভবা হওয়ায় আলিয়া বিশ্রামে চলে যাবেন। তবে আলিয়া সেই গুঞ্জন নাকচ করেছেন। তিনি কাজ চালিয়ে যাবেন। ফলে বৈজু বাওয়ারা ছবির কাজও পরিকল্পনামাফিক চলবে বলে ধারণা করা হচ্ছে। আলিয়া বলেছেন, তিনি সন্তানসম্ভবা, অসুস্থ নন। কাজ থেকে ছুটি নেওয়ার প্রশ্নই আসে না।

সঙ্গীতনির্ভর ছবি ‘বৈজু বাওয়ারা’র কাহিনী গাঙ্গুবাঈ ছবিতে কাজ করতে গিয়েই শুনেছিলেন আলিয়া। তখনই তার গল্প পছন্দ হয়েছিল। ছবির নায়কের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে ছবিতে রণবীর সিংকে দেখা যেতে পারে। এর আগে ‘গাল্লি বয়’ ও ‘রকি অর রানি কি প্রেম কাহিনী’তে অভিনয় করেছেন তারা। ‘গাল্লি বয়’ ছবিটি প্রশংসিত হয়েছিল। শেষের ছবিটি মুক্তির অপেক্ষায়।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ঢালিউড মেগাস্টার শাকিবপুত্রের জন্মদিন পালন হল যেভাবে

  বিনোদন ডেস্ক: ঢালিউড মেগাস্টার শাকিব খান সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন। ...