সর্বশেষ সংবাদ
Home / অর্থনীতি ও বানিজ্য / বাজারে এলো মিতসুবিশির নতুন গাড়ি ‘এক্সপ্যান্ডার ক্রস

বাজারে এলো মিতসুবিশির নতুন গাড়ি ‘এক্সপ্যান্ডার ক্রস

জনপ্রিয় অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান মিতসুবিশি মোটরস-এর এসইউভি লাইন-আপের নতুন গাড়ি মিতসুবিশি এক্সপ্যান্ডার ক্রস বাজারে এসেছে।

আজ বৃহস্পতিবার ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত মিতসুবিশি’র ফ্ল্যাগশিপ শোরুমে একটি বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নতুন মডেলের এসইউভি গাড়িটি উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র‌্যাংগস লিমিটেড-এর সিইও মোহাম্মদ হামদুর রহমান সাইমন; হেড অব প্রাইভেট সেলস আসিফ সরওয়ার খান; হেড অব মার্কেটিং মোহাম্মদ ফাহিম হোসেন প্রমুখ।

গ্রাহকের চাহিদার ওপর গুরুত্ব দিয়ে মিতসুবিশি এক্সপ্যান্ডার ক্রস মডেলটি সাজানো হয়েছে। নতুন এই মডেলে রয়েছে ফুয়েল এফিসিয়েন্ট ইঞ্জিন, শক্তিশালী সাসপেনশনসহ স্টাইলিশ লুক এবং আরামদায়ক সিট। গাড়িটিতে রয়েছে ৪ সিলিন্ডার গ্যাসোলিন ইঞ্জিন (১.৫ লিটার), যা মিতসুবিশি ইনোভেটিভ ভালভ-টাইমিং ইলেক্ট্রনিক কনট্রোল (এমআইভিইসি) সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

অর্থনীতিকে বিপদে ফেলতে কারখানা বন্ধের অপচেষ্টা: শিল্প উপদেষ্টা

  স্টাফ রিপোর্টার: দেশের অর্থনীতিকে বিপদে ফেলতে কারখানা বন্ধ রাখার অপচেষ্টা হচ্ছে ...