সৈয়দ ওবায়দুল হোসেন, বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কে এম আরিফুল হক (পিপিএম) এর সার্বিক দিক নির্দেশনায়, ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মুঃ আলীমুজ্জামান এর তত্বাবধায়নে ফকিরহাট থানার চৌকস অফিসার এসআই(নিঃ)/মো: রফিকুল ইসলাম এর নেতৃত্বে এএসআই(নি:)/মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং সঙ্গীয় ফোর্সসহ যশোর জেলার শর্শা থানার লক্ষনপুর গ্রামে অভিযান পরিচালনা করিয়া জিআর (যাবৎজীবন) সাজা প্রাপ্ত ১টি গ্রেফতারী পরোয়ানাসহ আরও ২টি সাজা প্রাপ্ত পরোয়ানাসহ সর্ব মোট ০৮(আট)টি গ্রেফতারী পরোয়ানা ভূক্ত মাদক ব্যবসায়ী র্দীঘদিন যাবৎ পলাতক আসামী মোঃ আব্দুল আজিম @ আজিম মেম্বর, পিতা-মৃত আব্দুল জব্বার শেখ, সাং-শ্যামবাগাত, থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাট এবং জিআর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত র্দীঘদিন যাবৎ পলাতক আসামী মুরশিদা বেগম, পিতা-মৃত সিরাজ, স্বামী-রুবেল আকন, সাং-শ্যামবাগাত, থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাটদ্বয়কে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।