পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় বাউফল উপজেলাধীন পল্লী সড়ক, কালভার্ট মেরামত ও রক্ষণাবেক্ষণ (Off pavement ) কাজের অব্যাহতি প্রাপ্ত এলসিএস কর্মীদের সঞ্চিত টাকার চেক বিতরণ অনুষ্ঠিত হয়, ২৫সেপ্টেম্বর সোমবার বিকাল ৩ ঘটিকায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভার আয়োজন করা হয়,উপজেলা প্রকৌশলী মোঃ সুলতান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ স ম ফিরোজ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বাউফল মোঃ বশীর গাজী,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম নিশু প্রমূখ। বাউফল উপজেলাধীন কালাইয়া ভায়া বগী ঘাট রাস্তা, মমিনপুর জিসি বাহেরচর রাস্তা ও নাজিরপুর ভায়া মৈষাদী রাস্তার ৪০ জন মহিলা এলসি এস কর্মীদের মাঝে (৩২ লক্ষ ৭৫ হাজার সাতশত) টাকার চেক বিতরন করা হয়।