আগামী মাসে ভারতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের সূচি ইতোমধ্যে ঠিক হয়েছে। সিরিজের তিনটি ম্যাচই দেরাদুনে অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
জানা গেছে, সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ জুন। একদিন বিরতি দিয়ে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ জুন। এরপর একদিন বিরতি দিয়ে সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ৭ জুন।
আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে আফগানিস্তানের চেয়ে পিছিয়ে থেকেই সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। বর্তমানে ৭৫ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে দশম অবস্থানে রয়েছে বাংলাদেশ। আর ৮৭ পয়েন্ট নিয়ে অষ্টম অবস্থানে রয়েছে আফগানিস্তান।