পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের তেতুল বাড়িয়া এলাকা থেকে হরিনের মাংস সহ বাদশা শিকদার(৫০) নামের চোরা শিকারীকে আটক করেছে বনরক্ষীরা ।
শরণখোলা রেঞ্জের ষ্টেশন কর্মকর্তা মো. সামসুল হক বলেন , গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের তেতুল বাড়িয়া এলাকায় তার নেতৃত্বে বন বিভাগের একটি টিম বিকাল ৫টার সময় অভিযান চালায় । অভিযানে প্রায় ১০ কেজি হরিনের মাংস উদ্বার ও বাদশা শিকদার (৫০) নামের এক চোরা শিকারীকে আটক করে ।
এসময় তার সাথে থাকা আরো দু’জন শিকারী পালিয়ে যায় । আটক বাদশা শিকদার শরণখোলা উপজেলার উত্তর তাফাল বাড়ীর এলাকার মৃত্যু হাসেম শিকদারে ছেলে । এ ঘটনায় বন আইনে একটি মামলা হয়েছে । উদ্ধারকৃত মাংস ও আসামী বাদশা শিকদার(৫০)কে ২৮ মে (মঙ্গলবার ) সকালে বাগেরহাট আদালতে প্রেরন করা হয়েছে ।