নিজস্ব প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী লেগুনা ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
আজ বুধবার বেলা সাড়ে ৯ টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের বিরগ্রাম কৃষি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কাজল কুমার নন্দী দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নন্দীগ্রামমুখি একটি যাত্রীবাহী লেগুনা উক্ত স্থানে পৌঁছলে বিপরীতমুখে অপর একটি মালবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন আটজন।
আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো দুইজন।