আরিফুল ইসলাম আরিফঃ “শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ “প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে ফুলবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে পাঁচটি বিষয়ের তিনটি গ্রুপে উপজেলার ২৫টি প্রতিষ্ঠানের ১২২ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
এতে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহি অফিসার সুমন দাস, উপজেলা মাধ্যমিক অফিসার আব্দুল হাই,একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক সহ আরো অনেকেই।
এ প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, নাগেশ্বরী সরকারি কলেজের সহকারী অধ্যাপক খাদেমুল ইসলাম, নাগেশ্বরী মহিলা কলেজের সহকারী অধ্যাপক রফিকুল আলম সরকার, নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমীর সহকারী শিক্ষক আব্দুল জলিল, জাগরণী বালিকা বিদ্যাবিথী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নলীনি কান্ত রায়, রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিয়ার রহমান।
পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে ও পরীক্ষা নিতে পেরে আনন্দচিত্তে শিক্ষার্থী ও শিক্ষকরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকারকে ধন্যবাদ জানান।