সর্বশেষ সংবাদ
Home / আন্তর্জাতিক / ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে ২ ইসরাইলি নিহত

ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে ২ ইসরাইলি নিহত

অধিকৃত পশ্চিম তীরে সন্দেহভাজন এক ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে ২ ইসরাইলি নিহত হয়েছে। ইসলাইলি অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, নিহত দুজনের মধ্যে একজনের বয়স ৬০ ও আরেকজনের বয়স ২৯ বছর।

ফিলিস্তিনের হুয়ারা নামক গ্রামের নিকটে তাদের গুলি করা হয়। খবর আল-জাজিরার। অ্যাম্বুলেন্স সার্ভিসের এক মুখপাত্র জানিয়েছেন, গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে দুজনই অচেতন হয়ে পড়েন।

ইসরাইলি সেনাবাহিনীর মুখপত্র আরবি ভাষার একটি গণমাধ্যম এ খবর নিশ্চিত করেছে। এতে ফিলিস্তিনি সন্দেজভাজনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে বলা হয়, হুয়ারায় বেশ কয়েকজন ইসরায়েলি নাগরিককে লক্ষ্য করে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে, যার ফলে দুজন নিহত হয়েছে।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সন্দেহভাজনদের ট্র্যাক করছে এবং এলাকায় চেকপয়েন্ট স্থাপন করেছে।

প্রসঙ্গত, পশ্চিম তীরের অবস্থা গত ১৫ মাস ধরে মারাত্মকভাবে অস্থির। অভিযানের নামে ফিলিস্তিনি শিবিরগুলো দখল করে নিচ্ছে ইসরাইলিরা। সেই তুলনায় ফিলিস্তিনিদের গুলিতে ইসরাইলিদের নিহতের ঘটনা ঘটে না বললেই চলে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ যেভাবে পরিচালিত হয়

  স্টাফ রিপোর্টার: ভারত-পাকিস্তান যুদ্ধে ইন্টেলিজেন্স ব্যুরোর ব্যর্থতার পরিচয় দেয়। সেই গোয়েন্দা ...