ক্রীড়া ডেস্ক:ফিফা বিশ্বকাপের ২১তম আসরের জন্য চূড়ান্ত দল ঘোষণা করল স্পেন। আনুষ্ঠানিক ঘোষণার আগেই দল ঘোষণা হওয়ার খবর প্রকাশ করেছে কয়েকটি সংবাদ মাধ্যম। তবে সেই সংবাদকে উড়িয়ে দিয়ে সোমবার চূড়ান্ত ২৩ সদস্যের দল ঘোষণা করলো ২০১০ সালের চ্যাম্পিয়নরা।
আগে থেকেই আশঙ্কা করা হয়েছিল স্পেনের মূল স্কোয়াড থেকে বাদ পড়তে পারেন চেলসির আলভারো মোরাতা। আর সেই আশঙ্কাই সত্যি হলো। আলভারো ছাড়াও এবারের আসর থেকে বাদ পড়েছেন সেস ফ্যাব্রেগাস ও হেকতর বেলেরিন।
২০১০ সালে দক্ষিণ আফ্রিকা অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের ১৯তম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। সেবার প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠে শিরোপা জিতেছিল তারা। কিন্তু ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় স্পেন।
বিশ্বকাপের জন্য স্পেনেরে ২৪ সদস্যের দল :
গোলরক্ষক : দাভিদ দি গিয়া, কেপা আরিজাবালাগা, পেপে রেইনা।
ডিফেন্ডার : দানি কারভাজাল, আলভারো ওরদিওজোলা, জেরার্দ পিকে, সার্জিও রামোস, নাচো, সিজার আজপিলিকুয়েতা, জর্দি আলবা, নাচো মনরিয়াল।
মিডফিল্ডার : সার্জিও বুস্কেটস, সাউল নিগুয়েজ, আন্দ্রেস ইনিয়েস্তা, থিয়াগো আলকানতারা, কোকে, ইসকো।
ফরোয়ার্ড : দাভিদ সিলভা, মার্কো আসেনসিও, লুকাস ভাজকুয়েজ, দিয়েগো কস্তা, রদরিগো, ইয়াগো আসপাস।