ফকিরহাট প্রতিনিধি: ফকিরহাট উপজেলা অডিটরিয়ামে ৫ ফেব্রুয়ারি বেলা ১১টায় বাগেরহাট উপ কর কমিশনারের কার্যালয়ের (সার্কেল-১৪) উদ্যোগে ৩দিন ব্যাপি আয়কর ক্যাম্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ কর কমিশনার মোঃ মেজবাহ্উদ্দীন আহম্মেদ। “উদ্ভাবনে বাড়বে কর’ “দেশ হবে স্বনির্ভর” প্রতিপাদ্যকে তুলে ধরে সম্মানিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ শরিফুল কামাল কারিম, সহকারি কমিশনার (ভূমি) প্রিয়াংকা পাল, উপজেলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন সরদার, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গির আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মোমিনুল ইসলাম, হিসাব রক্ষক অফিসার মোঃ কাজি কামাল, সদর বাজার কমিটির সাধারন সম্পাদক খান হারুন অর রশিদ, প্যানেল চেয়ারম্যান সৈয়দ মিজানুর রহমান প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা নির্বাচন অফিসার এসএম হাবিবুর রহমান। এসময় উপজেলার বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন।