ফকিরহাট প্রতিনিধি: বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় ফকিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দিনব্যাপি উপজেলা অডিটরিয়ামে গ্রাম পুলিশদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এদিন বেতাগা ও শুভদিয়া ইউনিয়নের গ্রাম পুলিশদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন। অনুষ্ঠান সার্বিকভাবে পরিচালনা করেন উপজেলা গ্রাম আদালত প্রকল্পের সমন্বয়কারী মোসাঃ মাজেদা খাতুন। এছাড়া গত ১৭ জানুয়ারী পিলজংগ ও ফকিরহাট ইউনিয়ন, ২১ জানুয়ারী মূলঘর ও নলধা-মৌভোগ ইউনিয়ন, ২৩ জানুয়ারী বাহিরদিয়া-মানসা ও লখপুর ইউনিয়ন গ্রাম পুলিশদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।