তারকাদের সঙ্গে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ান বিয়ার গ্রিলস। তার শো ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস, ওটিটির অন্যতম জনপ্রিয় রিয়ালিটি শো। এই শোয়ে বিয়ার গ্রিলসের সঙ্গে একাধিকবার দেখা গেছে বলিউডের তারকাদের। ভিকি কৌশল থেকে অক্ষয় কুমার, রণবীর সিং এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ছিলেন সেই তালিকায়। এবার ফের এক ভারতীয় তারকার অপেক্ষায় রয়েছেন বিয়ার। তিনি হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
বরাবরই বিয়ারের রিয়ালিটি শোয়ে দেখা গেছে পুরুষ তারকাদের। জঙ্গলে অ্যাডভেঞ্চারের পাশাপাশি উঠে এসেছে তাদের জীবনের গল্প। সম্প্রতি এই শোয়ে গিয়েছিলেন রণবীর সিং। প্রিয়াঙ্কার স্বামী হলিউডের গায়ক-অভিনেতা নিক জোনাসও গিয়েছিলেন বিয়ারের শোয়ে। এবার তিনি সঙ্গী হিসেবে চান প্রিয়াঙ্কাকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ার গ্রিলস বলেন, ‘প্রিয়াঙ্কা অনবদ্য। তার স্বামী একবার আমার অ্যাডভেঞ্চারে সঙ্গী হয়েছিলেন, খুবই ভালো ছেলে। সকলেই প্রিয়াঙ্কাকে পছন্দ করেন, এবং মানুষ তার গল্প শুনতেও ভালোবাসবেন।’
সূত্র : জিনিউজ