পর্তুগাল প্রতিনিধি : ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা দেশের গণ্ডি পেরিয়ে এবার পর্তুগালে। বক্স অফিস হিট করা প্রিয়তমা মুক্তি পাচ্ছে দেশটিতে।
আগামী ১৯ অগাস্ট পর্তুগালের লিসবনে আইডিয়াল সিনেমা হলে মুক্তি পাবে প্রিয়তমা। এছাড়া খুব শিগগির দেশটির দ্বিতীয় বৃহৎ শহর পর্তোতেও মুক্তি পেতে যাচ্ছে এ সিনেমাটি।
শনিবার বিকেলে লিসবনে মিট দ্যা প্রেস ও বিজনেস শিরোনামে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঈদুল আযহায় মুক্তিপ্রাপ্ত বাংলা চলচিত্র ‘প্রিয়তমা’ ইতোমধ্যে দেশ-বিদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। পর্তুগাল প্রবাসী বাঙালি চলচিত্র প্রেমীদের আকাঙ্ক্ষার কথা চিন্তা করে ছবিটি তাদের উপভোগ করার সুযোগ করে দিতে পর্তুগালের প্রেক্ষাগৃহে প্রদর্শনের আয়োজন করা হচ্ছে।
সংবাদ সম্মেলন শেষে ছবিটির প্রিয়তমা ও ইশ্বর শিরোনামের জনপ্রিয় দুটি গান পরিবেশন করেন পর্তুগাল প্রবাসী জনপ্রিয় কণ্ঠশিল্পী এফ আই রনি। সিনেমার টিকিটের সংগ্রহ করা যাবে লিসবনের বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল মারতিম মুনিজ এ অবস্থিত বিডি সুপারমার্কেট, ইস্ট ওয়েস্ট ট্রাভেল এন্ড এসোসিয়েট এবং সুন্দরবন ট্যুরিজম এ।