সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / ঢাকা বিভাগ / পৌর মেয়রের গালাগালি,বিচার দাবীতে গনমাধ্যমকর্মীদের মানববন্ধন

পৌর মেয়রের গালাগালি,বিচার দাবীতে গনমাধ্যমকর্মীদের মানববন্ধন

সৈকত শতদল,রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর সকল সাংবাদিকদের অশ্লীল ভাষায় গালাগালির প্রতিবাদের গোয়ালন্দ পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডলকে আওয়ামী লীগ থেকে বহিস্কার ও শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসুচী পালন করেছে গনমাধ্যম কর্মীরা।

বুধবার সকালে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে সড়কে জেলা কর্মরত সাংবাদিকদের আয়োজনে জেলার ২ শতাধীক গনমাধ্যমকর্মী অংশ গ্রহন করে।

কর্মসুচীতে রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট খান মোঃ জহুরুল হক, জেলা প্রেস ক্লাবের সভাপতি করিম ইসহাক, রিপোর্টাস ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী, ডিবিসি রাজবাড়ী জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, গ্লোবাল টেলিভিশন রাজবাড়ী জেলা প্রতিনিধি, সময় টেলিভিশন জেলা প্রতিনিধি আশিকুর রহমান, পাংশা প্রেসক্লাবের সহ-সভাপতি শামিম হোসেন, সহ সাধারণ সম্পাদক রতন মাহমুদ প্রমুখ বক্তব্য প্রদান করেন।

এ সময় গোয়ালন্দ পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডলকে আওয়ামী লীগ থেকে বহিস্কার ও শাস্তি জোর দাবী জানান তারা
পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন গনমাধ্যম কর্মীরা।

এর আগে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে জুতা পায়ে পুষ্পমাল্য অর্পন ও হাসি প্রদান করে ছবি তোলার সংবাদ প্রকাশ করেন গনমাধ্যমকর্মীরা। ওই ঘটনার জের ধরে সমকালের গোয়ালন্দ প্রতিনিধি আজু শিকদারসহ জেলা সাংবাদিকদের মা-বাবা তুলে গালাগালি করেন গোয়ালন্দ পৌর সভার মেয়র ও গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডল।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

নরসিংদীর মোনহরদীতে মৎস্য সপ্তাহ’২৪ পালিত

মোঃএমরুল ইসলাম,জেলা প্রতিনিধি,নরসিংদীঃ “ভরবো মাছে মোদের দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ...