পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে লঞ্চ যাত্রীদের সর্ব সুবিধার জন্য ইতিমধ্যেই নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। তারই অংশ হিসেবে লঞ্চ ঘাটে দায়িত্বরত জেলা পিকেট পার্টি পুলিশের চৌকস ভূমিকার কারনে ঢাকা থেকে আসা স্বর্নদ্বীপ-৭ লঞ্চ থেকে সংঘবদ্ধ চারজন (৪) মোবাইল চোরকে আটক করেছে।
আটককৃতরা হলো শরীয়তপুর জেলার ঘোষাইরহাট থানার কোদালপুর গ্রামের রফিক মোল্লার ছেলে কাউছার মোল্লা, সিদ্দিক আলী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সোহেল রানা, কোচাইপুট্টি গ্রামের আরিফ সর্দারের ছেলে আব্দুল কুদ্দুস, গরীবের চর গ্রামের আব্দুল কাসেমের ছেলে নোমান। শুক্রবার (৩১ মে) দুপুর ২টার দিকে স্বর্নদ্বীপ লঞ্চটি চাঁদপুর ঘাটে কিছুক্ষনের জন্য থামে, ওই সময় লঞ্চের টপ আটককৃতরা মিলে আরেকজনকে বেদম প্রহার করতে থাকে। তা দায়িত্বে থাকা জেলা পিকেট পার্টির মো: সেলিম, মো: ইব্রাহিম, মো: খায়ের সহ প্রমূখ দৌড়ে গিয়ে লঞ্চ থেকে সেই সংঘবদ্ধ চোর চক্রদের আটক করে।
পরে চাঁদপুর জেলা সদর থানার এসআই মো: রেজাউল আটককৃতদের থানায় নিয়ে আসেন। তিনি জানান মামলার জন্য পক্রিয়াধীন রয়েছে।