সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / ঢাকা বিভাগ / পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত

পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত

শফিকুল ইসলাম শফিক:  পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯ টা থেকে দিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে নির্বাচনে অংশগ্রহণকারী পদপ্রার্থীদের মাঝে ফলাফল ঘোষণা করা হয়।

শুক্রবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৯ ঘটিকার সময় নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন, পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন কমিটির সভাপতি মাহাবুব হোসেন ও সকলের উপস্তিতিতে এই ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন কমিটির ফলাফল ঘোষণা অনুযায়ী পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে সভাপতি পদপ্রার্থী আলহাজ্ব শাহ আলম গাজী টেনু ছাতা প্রতীকে ১১৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাহাঙ্গীর আলম বাঘ প্রতীকে ৩৩৪ ভোট, হাজী মনির উদ্দিন চেয়ার প্রতীক পেয়েছেন ৬২ ভোট।

সহ-সভাপতি পদপ্রার্থী শাখাওয়াত হোসেন চাকা প্রতীকে ১০৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাইনু উদ্দিন স্বপন টেলিভিশন প্রতীক পেয়েছেন ৪৪১ ভোট।

সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাজী নজরুল ইসলাম আনারস প্রতীক ১০৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জসিম উদ্দিন আম প্রতীকে পেয়েছেন ৪৫৮ ভোট।

যুগ্ম সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মাহাবুব আলম সিকদার। কোষাধ্যক্ষ পদে জাহিদ হাসান বেলাল হরিণ প্রতীক ৯৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী করিমুল হক চৌধুরী পেয়েছেন ৬১৬ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল বারেক আকন কাপ পিরিচ প্রতীক ৮৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইমাম হোসেন খন্দকার কবুতর প্রতীকে পেয়েছেন ৫৮১ ভোট।

তথ্য ও প্রচার সম্পাদক পদে মোক্তার হোসেন হারিকেন প্রতীক ৪২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সোহাগ মিয়া মাইক প্রতীকে ৩৯০ ভোট, মাসুদ উড়োজাহাজ প্রতীকে ৩৩৪, মোফাজ্জল হোসেন মিনার প্রতীকে পেয়েছেন ২৬৫ ভোট।

দপ্তর সম্পাদক এম.ডি. হানিফ কলস প্রতীক ৮১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনির হোসেন মিন্টু খেঁজুর গাছ প্রতীক পেয়েছেন ৪৯১ ভোট।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শাহ আলম ফুটবল প্রতীক ১০৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহমুদ হাসান আলিফ ক্রিকেট ব্যাট প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯৭ ভোট।

কার্যকরী সদস্য পদে মোঃ মিন্টু জীপ গাড়ী প্রতীক ৮৫৩ ভোট, জহিরুল ইসলাম ঘুড়ি প্রতীক ৭২০ ভোট, খলিল শিকদার হাঁস প্রতীক ৬৯৮ পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামাল হোসেন উট প্রতীক ৬৮৪, রিপন মিয়া টেলিফোন প্রতীকে পেয়েছেন ৬৪১ ভোট।

ফলাফল ঘোষণা শেষে পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে প্রশাসন, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি এবং সকলের সহযোগিতায় একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের উপহার দিতে পেরে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নির্বাচন কমিটি।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

নরসিংদীর মোনহরদীতে মৎস্য সপ্তাহ’২৪ পালিত

মোঃএমরুল ইসলাম,জেলা প্রতিনিধি,নরসিংদীঃ “ভরবো মাছে মোদের দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ...