পাকিস্তানের পাঞ্জাবে সোমবার (১৮ জুলাই) নৌকাডুবির ফলে অন্ততপক্ষে ২০ জন মারা গেছেন। নৌকাটি সিন্ধু নদে একটি বিয়েবাড়ির অতিথিদের নিয়ে যাচ্ছিল।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, নৌকাটিতে অন্ততপক্ষে একশজন ছিলেন, যা তার ধারণক্ষমতার থেকে অনেক বেশি। ডুবে যাওয়ার পর জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা ২০টি মৃতদেহ উদ্ধার করেন।
এখন পর্যন্ত যা জানা গেছে সরকারি বিবৃতি অনুযায়ী, নৌকাটিতে মূলত নারী ও শিশুরা ছিলেন। তারা সাদিকাবাদ জেলায় এক গ্রাম থেকে অন্য গ্রামে বিয়ের শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য যাচ্ছিলেন। নৌকাটি ডুবে যাওয়ার পর কিছু মানুষ সাঁতরে তীরে এসে পৌঁছান। স্থানীয় জেলে ও ডুবুরিরা ৯০ জনকে উদ্ধার করেন।
স্থানীয় সরকারি কর্মকর্তা আসলাম তসলিম জিও টিভি-কে জানিয়েছেন, ‘২০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কতজন মানুষ ওই নৌকাতে ছিলেন, তা বলতে পারবো না। পরিবারের মানুষদের কাছ থেকে আমরা তা জানছি।’
পাকিস্তানের রক্ষণশীল সমাজব্যবস্থার জন্য পুরুষরা সাঁতার শেখার মতো সুযোগ যতটা পান, মেয়েরা তা পান না।