“পাইনা”
মোঃ গোলাম রাব্বানী
নওগাঁ/
ওদের চেতনা নিয়ে
আমি যাই হারিয়ে ;
” পাইনা” ভেবে কূল- কিনারা
আমি অবাক”
উদাসচিত্তে দিশেহারা;
চাই কি ওরা?
দেশের মাটি- না টাকা
নাকি সম্মানিত পতাকা!
নাকি জনগণ
কিংবা বেখেয়ালী পদবী সিংহাসন;
” পাইনা” ভেবে কূল
অমায়িক সৌন্দর্যময় ফুল;
ফুটেও যায় ঝরে
তবে কেন বড়াই করে;
পাইনা” ভেবে উত্তর
ওরা বিবেকহীন পশুর নামান্তর;
কি হবে মনুষ্যবিহীন রাজ্য
যদি না থাকে জনগণ
চালাবে কার উপর নৈরাজ্য?
কি হবে তোমার পদবী সিংহাসন
যদি দাও বিবেক বিসর্জন ;
বাঁচবে কি তাতে পতাকাবাহী
স্বাধীন রাষ্ট্রের আত্মকাহিনী?
” পাইনা ” ভেবে কূল
কবে ভাঙ্গে এ জাতির ভুল!?