সৈকত শতদল, রাজবাড়ী প্রতিনিধিঃ বাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে নানা আয়োজনের মধ্যে দিয়ে ১৪২৯ বাংলা বছরের প্রথম দিন ১লা বৈশাখ পালিত হয়েছে।
সকালে পাংশা উপজেলা পরিষদ চত্তর থেকে মঙ্গল শোভাযাত্রার মধ্যে দিয়ে আনুষ্ঠানে শুভ সূচনা হয়। শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংষ্কৃতিক আনুষ্ঠানের এর মধ্যে দিবসটি পালিত হয়। উল্লেখ্য করোনা মহামারীর জন্য গত ২ বছর দিবসটি সংক্ষিপ্ত আকারে পালিত হয়েছিল।
উপজেলা শিল্পকলা একাডেমিতে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী, সহকারী পুলিশ সুপার পাংশা সার্কেল সুমন কুমার সাহা, উপজেলা ভূমি কর্মকর্তা নুজহাত তাসনীন অওন, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, ওসি পাংশা মডেল মোহাম্মদ মাসুদুর রহমান ।
অনুষ্ঠানে পাংশা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন, শিল্পকলা একাডেমির শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিবাবক সহ উপজেলার নানা শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।