সৈকত শতদল, রাজবাড়ী জেলা প্রতিনিধি: রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউপির মৃতঃ আব্দুল জলিল মন্ডলের কন্যা জাহানারা বেগম নিজ অর্থায়নে দুরশুন্দিয়া গ্রামে কোটি টাকা ব্যায়ে একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মান করছেন। ২২ অক্টোবর দুপুরে এই মসজিদের আনুষ্ঠিক নির্মান কাজ এর শুভ উদ্বোধন করা হয়।
জাহানারা বেগম একজন নারী উদ্দ্যেক্তা। তিনি সানট্রেক্স ফ্যাসান এর স্বত্বাধীকারী। তিনি জানান,কলিমহর ইউপিতে ১০ শতাংশ জমিতে মসজিদ নির্মানের পরিকল্পনা আরো আগের, পৌত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ এর জন্য নির্মানে দেরি হয়েছে। এখন সবার সহোযোগীতা কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মাছপাড়া ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, কলিমহর ইউপি চেয়ারম্যার বিলকিস বানু, কলিমহর ইউপির সাবেক চেয়ারম্যান বকুল বিশ্বাস, পাংশা সিদ্দিকিয়া মাদ্রাসার সুপার আওয়াবুল্লাহ ইব্রিহিম সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ।