মিজানুর রহমান,পাংশা ( রাজবাড়ী ) প্রতিনিধি: ‘‘আমার জীবন ,আমার সম্পদ – বিমা করলে থাকবে নিরাপদ’’ এই শ্লোগান কে সামনে রেখে ১লা মার্চ রাজবাড়ীর পাংশায় নানা আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, বিশেষ অতিথি ছিলেন পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস। দিবসটি উপলক্ষে স্বাগত বক্তব্য প্রদান করেন ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিঃ এর কর্মকর্তা শেখ মিঠু রানা।
বক্তাগণ বীমা গ্রাহীতাদের মেয়াদ শেষে প্রাপ্ত টাকা প্রদান সহজীকরণ করতে বীমা প্রতিষ্ঠান গুলোকে আরো অন্তরিক হতে বলেন।