গাইবান্ধার পলাশবাড়ীতে অভিযান চালিয়ে ১’শ পিস ইয়াবাসহ মাদক কারবারি রেজাউল করিমকে (২১) গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা সূত্র জানায়,পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে সেবনের পাশাপাশি ইয়াবাসহ বিভিন্ন মাদকের কারবার করে আসছিল রেজাউল।
গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে এসআই(নি:) তয়নের কুমার মন্ডল,এসআই (নিঃ)হামিদুল ইসলামের যৌথ নেতৃত্বে এএসআই জহুরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
রেজাউল উপজেলা সদর ইউনিয়নের পশ্চিম গোয়াল পাড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে বলে জানা যায়। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে থানায় মামলা দায়ের হয়েছে।