নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউপির সোনাদাহ-পাঁচুড়িয়াা গ্রামে বজ্রপাতে মজিবর রহমান শেখ (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মল্লিকপুর ইউনিয়নের সোনাদাহ-পাঁচুড়িয়া গ্রামের আত্তাব শেখের ছেলে মজিবর রহমান সহ ৩জন সোনাদাহ-পাঁচুড়িয়া মাঠে পাটের বীজ বপনের কাজে নিয়োজিত ছিলেন। বিকাল সাড়ে ৫টার দিকে হঠাৎ ঝড় বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের ঘটনা ঘটে। এতে মজিবর রহমান গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা হাসপাতালে নিয়ে যান।
লোহাগড়া হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মারিয়াম বানু বলেন, ‘মজিবর রহমান নামে এক ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। হাসপাতালে আনার বেশ কিছুক্ষণ আগেই তার মৃত্যু হয়।’
লোহাগড়া থানার ওসি মো. নাসির উদ্দীন বলেন, ‘সোনাদাহ-পাঁচুড়িয়ায় মজিবর রহমান নামে একজন বজ্রপাতে মারা গেছেন। এ ঘটনায় লোহাগড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।