সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / নেত্রকোনায় জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নেত্রকোনায় জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নেত্রকোনা প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।নেত্রকোনায় জেলা বিএনপি বৃহস্পতিবার (২৬ মে)সকাল ১১টায় ছেটবাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী’র সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স।
বক্তরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পদ্মায় ফেলা দেওয়ার যে কথা বলা হয়েছে তা হত্যার হুমকির শামিল। আর এ হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির এ সমাবেশ।
এতে অন্যেদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মাহফুজুল হক, সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, বিএনপি বেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট ড. আরিফা জেসমিন নাহীন, যুগ্ম আহবায়ক মজিবুর রহমান খান, যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু, পৌর বিএনপির সভাপতি আব্দুল ওয়াহাব ভূইয়া, জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান মশু, সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, সম্পাদক খালিদ সাইফুল্লাহ্ মুন্না, জেলা কৃষক দলের সভাপতি সালাহ্উদ্দিন খান মিল্কি, জেলা শ্রমিক দলের সভাপতি আকিকুর রেজা খোকন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী প্রমূখ।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ: হানিফ

  সদরুল আইন: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ...