নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা সদর উপজেলা জাতীয় পার্টির ত্রি- বার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ১২ মার্চ দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনের সভাপতিত্ব করেন জাতীয় পার্টির নেত্রকোনা সদর উপজেলার আহবায়ক আতিকুর রহমান আতিক, পৌর শাখার আহবায়ক ফারুক ইয়ার খান কাজল।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত মহাসচিব ফখরুল ইমাম এমপি।উদ্ধোধন হিসাবে ছিলেন জাতীয় পার্টির জেলা শাখার সভাপতি ও উপদেষ্টা চেয়ারম্যান এডভোকেট লিয়াকত আলী খান, জেলা শাখার সাধারণ সম্পাদক আঃ মান্নান খান আরজু।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় শাখার ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন ভূঁইয়া, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য সালাহ উদ্দিন মুক্তি, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আহম্মেদ,জাপার (কলমাকান্দা -দূর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানী, কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক আসমা আশরাফ সহ সদর উপজেলা ও পৌর শাখার আহবায়ক ও বিভিন্ন জেলা উপজেলার জাপার নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে ২য় অধিবেশনে নেত্রকোনা সদর উপজেলা ও পৌর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। এ ত্রি-বার্ষিক সম্মেলন সদর উপজেলার জাতীয় পার্টির ১২ ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের ভোটের মাধ্যমে বেশি ভোট পেয়ে নবনির্বাচিত সদর উপজেলা সভাপতি হন আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম খোকন,এছাড়াও পৌর শাখার সভাপতি ফারুক ইয়ার খান কাজল,সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুল আজিজ।
এসময় বক্তারা বলেন, বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধি, সার, বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে আওয়ামী লীগের প্রতি মানুষের আস্থার সংকট তৈরি হয়েছে। এ দেশের জনগণ তেমনি আস্থা হারিয়েছে বিএনপির প্রতিও।তাই জাতীয় পার্টিতে এসে যোগ দিচ্ছে।বিএনপি ও আওয়ামী লীগ সরকার হুসেইন মুহম্মদ এরশাদের নাম মুছে ফেলার ষড়যন্ত্র করেছে কিন্তু এ দেশে যতদিন জাতীয় পার্টির উন্নয়ন থাকবে, ততদিন এরশাদ মানুষের মধ্যে বেঁচে থাকবেন।
এছাড়া আরও বলেন, দেশে দুর্নীতি চরমভাবে বিস্তার করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের জীবন অসহনীয় হয়ে উঠেছে। মানুষের আয় কমে যাচ্ছে। বেকার সমস্যা বাড়ছে। দেশে গণতন্ত্র না থাকলে দুর্নীতি হয়। এখন দেশে গণতন্ত্র ও সুশাসন কোনোটাই নাই।