সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / ময়মনসিংহ বিভাগ / নেত্রকোণা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খানের জানাযা সম্পন্ন

নেত্রকোণা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খানের জানাযা সম্পন্ন

নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক তফসির উদ্দিন খান গতকাল বুধবার বিকেল ৪টা ৫ মিনিটে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)

অধ্যাপক তফসির উদ্দিন খান স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৮টায় পূর্বধলা ডিগ্রি কলেজে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাযা সকাল ১০টায় জেলা শহরের মোক্তারপাড়া মাঠে অনুষ্ঠিত হয়। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

জানাযা ও শ্রদ্ধা নিবেদনে অংশগ্রহণ করেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়সহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

পরে বেলা ১২টায় সদর উপজেলার মরহুমের নিজ গ্রাম মেদনীতে তৃতীয় জানাযার পর পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস২০২৪ পালিত

সদর প্রতিনিধি জামালপুর: অদ্য ৫ অক্টোবর ২৪ জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস ২০২৪ ...