নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি,প্রয়াত বর্ষিয়ান রাজনীতিবিদ অধ্যাপক তফসির উদ্দিন খানের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৮ জুলাই) বিকালে ৫ টা ৩০ মিনিটের সময় উপজেলা নির্বাহী অফিসার মামুদা আক্তারের সভাপতিত্বে
উপজেলা পরিষদের হল রুমে প্রয়াত বর্ষিয়ান রাজনীতিবিদ অধ্যাপক তফসির উদ্দিন খানের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক প্রশান্ত কমার রায়, পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, নেত্রকোণা সদর উপজেলা আওয়ামীগের সভাপতি আতাউর রহমান মানিক, জেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি মারুফ হাসান খান অভ্র, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, নেত্রকোণা সদর উপজেলার মুক্তিযুদ্ধা সাবেক কমান্ডার আয়ুব আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মোবারক হসেনসহ সদর উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি ও ইউনিয়ন পরিষদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।