নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণায় জলবায়ু ন্যায্যতা, জলবায়ু দ্বন্দ্ব-সংঘাত ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় “ইউনিয়ন পরিষদ ও সাংবাদিকদের ভূমিকা বিষয়ক” মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় অগ্রযাত্রা কিশোরী সংগঠন ও রক্তের বন্ধন যুব সংগঠন-এর আয়োজনে সদর উপজেলার কাইলাটি ইউনিয়ন পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা হয়।
বেসরকারী সংস্থা বারসিকের সহযোগিতায় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, কাইলাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক, আব্বাছিয়া উচ্চ বালী বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিন্নাতুল ইসলাম, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী অহিদুর রহমান, এসএস টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক দেবল চন্দ্র দাস প্রমুখ।
এছাড়াও মতবিনিময় সভায় নাগরিক টিভির জেলা প্রতিনিধি শফিউল আলম উজ্জল, বাংলা টিভির জেলা প্রতিনিধি ইকবাল হাসান, বারসিকের কর্মী তহুরা আক্তার, রোকসানা রুমি, রনিসহ স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা।