নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে জেলা সদরের রামগঞ্জ বাজারে এই কর্মসূচী পালন করে জেলা জামায়াত। এতে সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে। কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ আটককৃত সকল নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এর আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন নীলফামারী জেলা আমীর মো. আব্দুর রশিদ। সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। নায়েবে আমীর মাওলানা আব্দুস সাত্তার এর সঞ্চলনায় আরও বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর ড. খাইরুল আনাম।