সর্বশেষ সংবাদ
Home / অপরাধ / নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ৮০বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী শিমুল গ্রেফতার।

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ৮০বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী শিমুল গ্রেফতার।

মোঃ জামিল হোসেনঃ নারায়ণগঞ্জ সোনারগাঁ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ঘাট এলাকা থেকে সোমবার (৬ জুন) ৮০বতল ফেনসিডিল সহ আশরাফুল আলম শিমুল (৫৩)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ডের মৃত হাজী হোসেন জামালের ছেলে। তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নং ৯(৬)২২ রুজু করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

জেলা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার খ-সার্কেল শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে সোনারগাঁ থানার একটি অভিযানিক দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ঘাট এলাকায় ওঁত পেতে থাকে।

১২টার দিকে কুমিল্লা থেকে নারায়ণগঞ্জগামী গাড়ি তল্লাশি কালে একটি মোটরসাইকেলে ২টি কালো ব্যাগ দেখে সন্দেহ হওয়ায় পুলিশ মোটরসাইকেলটি আটক করার চেষ্টাকালে পেছনে বসা একজন দৌড়ে পালিয়ে যায় পরে পুলিশ আশরাফুল আলম শিমুল কে ৮০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করতে সক্ষম হন।

 

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে আদালত চত্বরে হিরো আলমকে কান ধরে ওঠবস, মারধর

  স্টাফ রিপোর্টার: তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে বগুড়ায় আদালত চত্বরে আলোচিত ...