মোঃ মাইদুল ইসলাম, নাগরপুর (টাঙ্গাইল) থেকে : নাগরপুরে মাদক বিরোধী দিবস পালিত। টাঙ্গাইলের নাগরপুরে জাতিসংঘ ঘোষিত মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন করা হয়েছে। বুধবার এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, র্যালি ও স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
দিবসটি পালন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।