নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর কালচারাল ক্লাব ও বিডিওএসএন এর যৌথ উদ্যোগে ক্যারিয়ার বিষয়ক এক সেমিনারের আয়োজন করা হয়। “4th Industrial Revolution: Preparing for the Future” শিরোনাম সেমিনারে বক্তা হিসেবে ছিলেন দৈনিক প্রথম আলোর ইয়ুথ প্রোগ্রাম কো অরডিনেটর জনাব মুনির হাসান। সেমিনাওে শিক্ষার্থীদেরকে ক্যারিয়ার গঠনের জন্য নিজেদের তৈরি হবার প্রয়োজনীয়তা এবং প্রস্তুতির বিভিন্ন দিক নির্দেশনা দেন জনাব মুনির হাসান।
এ সেমিনারে উপস্থিত ছিলেন ব্যবসা অনুষদের ডীন প্রফেসর ডঃ মোহাম্মাদ শফিউল্লাহ (পিএসসি), বিভাগীয় প্রধান প্রফেসর ডঃ একরামুল ইসলাম, বিবিএ প্রোগ্রাম কো-অরডিনেটর শরিফুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি বিভাবগের ডিরেক্টর জনাব লুৎফর রহমান, অ্যাডিশনাল ডিরেক্টর ফয়জুল্লাহ কৌশিকসহ বিভাগের অন্যান্য শিক্ষকমন্ডলী, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীরা।