সর্বশেষ সংবাদ
Home / অপরাধ / নবীনগরে নিষিদ্ধ এলকোহল সহ গ্রেফতার-২

নবীনগরে নিষিদ্ধ এলকোহল সহ গ্রেফতার-২

মো. দেলোয়ার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে : নবীনগরে নিষিদ্ধ এলকোহল সহ গ্রেফতার-২। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই ইহসানুল হাসানের নেতৃত্বে এএসআই মোঃ ইউসুফ সহ সংগীয় ফোর্সের সহায়তায় সলিমগঞ্জ বাজারে রবিবার(২৩/০৬)বিকালে মাদক উদ্ধার বিশেষ অভিযান পরিচালনা নিষিদ্ধ এলকোহল সহ দুইজন কে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের মুক্তারামপুর গ্রামের মৃত আব্দুস ছালাম মিয়ার ছেলে শামীম পারভেজ(৪০),এবং সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল কলেজ পাড়ার মৃত সামসুল হকের ছেলে আব্দুল করিম(৪৮)।

সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই ইহসানুল হাসান জানান, সলিমগঞ্জ বাজারের সুফলা হোমিও ফার্মেসী নামক ঔষধের দোকানের ভিতর এবং উপশম হোমিও হল ঔষধের দোকান হইতে মাত্রাতিরিক্ত এলকোহল জাতীয় ১৯০ বোতল কথিত হোমিও ঔষধ(মাদক উদ্ধার)করে এবং উপরোক্ত দুজন আসামী কে গ্রেফতার করেন।

নবীনগর থানার অফিসার ইনচার্জ রনোজিত রায় ঘটনার সত্যতা নিশ্চিন্ত করে সাংবাদিকদের কে জানান, মাদকদ্রব্য আইনের ২০১৮ইং,২৪(ক)ধারায় মামলা রুজু করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস২০২৪ পালিত

সদর প্রতিনিধি জামালপুর: অদ্য ৫ অক্টোবর ২৪ জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস ২০২৪ ...