বিনোদন ডেস্ক: সম্প্রতি একটি চলচ্চিত্রের মহরত হয়ে গেল এফডিসিতে। যেখানে অভিনয় করবেন চিত্রনায়ক নিরব হাসান। ‘অফিসার রিটার্নস’ শিরোনামে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন চলতি বছরের শুরুতে। অন্যান্য ব্যস্ততার কারণে মহরত হতে খানিকটা দেরি হলো বলে জানান নিরব।
বন্ধন বিশ্বাস পরিচালিত ছবিটিতে নিরবের সাথে জুটি বেঁধে অভিনয় করবেন চিত্রনায়িকা জলি। ঢাকাই চলচ্চিত্রে পরিবর্তন হচ্ছে নিয়মিত। পুরনো বাণিজ্যিক ঘরানা ভেঙে এখন নতুন আঙ্গিকে ছবির গল্প বাঁধা হচ্ছে। পর্দায়ও এসেছে পরিবর্তন।
সেই জায়গা থেকে এই ছবি প্রসঙ্গে নিরব বলেন, ‘ছবিটির গল্পের ভিন্নতার কারণেই পছন্দ হয়েছে। দর্শকরা ভালো কিছু দেখবেন আশা করি। নতুন ছবির জন্য লুক পরিবর্তন করছি। ছবিতে আমাকে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে।