শাহ আলম – টাঙ্গাইল প্রতিনিধি::
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা পরিষদ অডিটরিয়ামে শুক্রবার সকাল ১০ ঘটিকায় , বাংলাদেশ শিক্ষক সুমিতি দেলদুয়ার উপজেলা শাখার এি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হলো ।
উক্ত সম্মেলনে, বাংলাদেশ শিক্ষক সুমিতি দেলদুয়ার উপজেলা শাখার নতুন কমিটির সভাপতি মোঃ আফসার উদ্দীনের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন, মাননীয় বাণিজ্য প্রতিমন্ত্রী জনাব আহসানুল ইসলাম টিটু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ, চেয়ারম্যান দেলদুয়ার উপজেলা পরিষদ, মোসাম্মদ শাকিলা পারভীন নির্বাহী অফিসার দেলদুয়ার উপজেলা, মোঃ তরিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেলদুয়ার টাঙ্গাইল, এস প্রতাপ মুকুল, চেয়ারম্যান বিআরডিবি, দেলদুয়ার টাঙ্গাইল, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক, সভাপতি উপজেলা আওয়ামী লীগ দেলদুয়ার ।
প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিভিন্ন আঞ্চলিক এবং মহাসড়কসহ দেশের সমুদ্র বন্দর গুলোর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করছে, এর জন্য বিভিন্ন পরিস্থিতিতে এদেশের কর্মসংস্থান অবশ্যই বাড়বে।
সর্বোপরি, বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে এবং বাংলাদেশের স্বনির্ভরতা বাড়বে। বাণিজ্য প্রতিমন্ত্রী টিসিবির কথা উল্লেখ করে বলেন, বর্তমান সরকার প্রায় এক কোটি পরিবারকে টিসিবির পণ্য সরবরাহ করছেন, ভবিষ্যতে আমরা সুস্থ বন্টনের মাধ্যমে এর পরিধি আরো বাড়াবো , তিনি আরো বলেন এই টিসিবির পণ্য শুধু হতদরিদ্রদের জন্যই না, এগুলো পর্যায়ক্রমে এদেশের প্রত্যেকটা নাগরিক ন্যায্য মূল্য পাওয়ার অধিকার রাখে ।
বাংলাদেশ শিক্ষক সমিতির দেলদুয়ার উপজেলা শাখার এি-বার্ষিকী সম্মেলনে আরো বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ,বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, মোছাম্মৎ শাকিলা পারভীন, মোঃ তরিকুল ইসলাম প্রমুখ ।
উক্ত সম্মেলন শেষে বাংলাদেশ শিক্ষক সমিতির দেলদুয়ার উপজেলা শাখার ৫১ সদস্যের নতুন কমিটির নাম ঘোষণা করা হয় ।