সর্বশেষ সংবাদ
Home / প্রচ্ছদ / দায়িত্ব গ্রহণ করলেন নবনির্বাচিত চেয়ারম্যান লায়ন চৌধুরী 

দায়িত্ব গ্রহণ করলেন নবনির্বাচিত চেয়ারম্যান লায়ন চৌধুরী 

মাসুদ রানা,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি; দায়িত্ব গ্রহণ করলেন নবনির্বাচিত খানসামা উপজেলা চেয়ারম্যান  ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন।

রবিবার (২৭ জুলাই ) সকাল ১০টায়  নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন আনুষ্ঠানিকভাবে খানসামা উপজেলা পরিষদের দায়িত্বভার গ্রহণ করেন। সেই উপলক্ষে  চেয়ারম্যানের নিজ বাড়িতে দোয়া অনুষ্ঠিত শেষে উপজেলা চত্ত্বরে উপস্থিত হন নবনির্বাচিত চেয়ারম্যান। প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া করেন তিনি। পরে আনুষ্ঠানিকভাবে খানসামা উপজেলা পরিষদের দায়িত্বভার গ্রহণ করেন। প্রথমে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রাশিদা আক্তার ও কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে নতুন চেয়ারম্যানকে বরণ করে নেয়। পরে উপজেলা পরিষদের  বিভিন্ন দপ্তরের কমকর্তা- কর্মচারী, নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়ে অভিষেক করেন নবনির্বাচিত চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের  ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফা আহমেদ শাহ্,  উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান  মনজিল আফরোজ পারভীন, সহ-সভাপতি সাইফুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দসহ  শিক্ষক, ইউপি চেয়ারম্যান, মেম্বার, সাংবাদিক, বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

পাহাড়ে শান্তি ফেরাতে নতুনধারার আহবান

স্টাফ রিপোর্টার: পাহাড়ে চলমান আন্দোলনকে ঘিরে একের পর অনাকাঙ্খিত ঘটনায় উদ্বেগ প্রকাশ ...