দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা: ঢাকা ডেন্টাল কলেজের ডি-৫৬ব্যাচের ২০১৯শিক্ষা বর্ষের শিক্ষার্থী ও পটুয়াখালীর দশমিনা উপজেলার সদর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মো.আলিম হাওলাদারের বড় মেয়ে মোসা. আনিকা আলিম (২০) ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার সকাল ৯টায় বাড়ির সামনে খানকা মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
মৃত্যুকালে তিনি মা-বাবা ও একভাইসহ অসংখ্য আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সহপাঠী, বিভিন্ন সংগঠন শোক প্রকাশসহ নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান।
পারিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ ক্যান্সার রোগে আক্রান্ত মঙ্গলবার সকালে ঢাকা ধানমন্ডি মাল্টি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।