সর্বশেষ সংবাদ
Home / আন্তর্জাতিক / তুরস্কে বোমা হামলার ঘটনায় গ্রেফতার ৬৭

তুরস্কে বোমা হামলার ঘটনায় গ্রেফতার ৬৭

তুরস্কের রাজধানী আঙ্কারায় আত্মঘাতী বোমা হামলার দুই দিন পর কুর্দি যোদ্ধাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে অন্তত ৬৭ জনকে আটক করেছে তুর্কি পুলিশ।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া বলেছেন, নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) ‘গোয়েন্দা কাঠামোর’ অংশ সন্দেহে তুরস্কের ১৬টি প্রদেশে অভিযান চালিয়ে ৫৫ জনকে আটক করেছে পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ ইয়ারলিকায়া লিখেছেন, পাঁচটি প্রদেশে পৃথক অভিযানে আরও অন্তত ১২ জন সন্দেহভাজন পিকেকে সদস্যকে আটক করা হয়েছে।
প্রায় ১৩ হাজার ৪০০ নিরাপত্তা কর্মী এই অভিযানে অংশ নিয়েছিলেন বলেও জানান মন্ত্রী।

তুরস্কের রাজধানী আঙ্কারায় গত রবিবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনের সামনে আত্মঘাতী বোমা হামলা হয়। এর দায় স্বীকার করে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)। এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখায় আঙ্কারা। তুরস্কের পক্ষ থেকে ঘটনার দিনই ইরাকের উত্তরাঞ্চলে বিমান হামলা চালিয়ে পিকেকের স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ যেভাবে পরিচালিত হয়

  স্টাফ রিপোর্টার: ভারত-পাকিস্তান যুদ্ধে ইন্টেলিজেন্স ব্যুরোর ব্যর্থতার পরিচয় দেয়। সেই গোয়েন্দা ...