সর্বশেষ সংবাদ
Home / আন্তর্জাতিক / তিনদিনে দুইবার ভারতীয় কূটনীতিককে তলব করল পাকিস্তান

তিনদিনে দুইবার ভারতীয় কূটনীতিককে তলব করল পাকিস্তান

অস্ত্রবিরতি লঙ্ঘন করে সীমান্তে গুলি চালানোর প্রতিবাদ জানাতে তিন দিনের ব্যবধানে দুইবার ভারতীয় কূটনীতিককে তলব করেছে পাকিস্তান। বুধবার পাকিস্তানে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনারকে ডেকে সতর্ক করেছে দেশটি।

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে ডন উর্দূর খবরে বলা হয়, গত রোববার নাকয়াল ও চিরিকোট সেক্টরে গুলি চালিয়েছে ভারতীয় বাহিনী। এতে ২ পাকিস্তানি নাগরিক নিহতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান।

এ ঘটনার আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে ভারতীয় ডেপুটি হাই কমিশনার গৌরব আহলুওয়ালিয়াকে সোমবারই একবার তলব করা হয়েছিল। মঙ্গলবার ফের সীমান্তে ভারতীয় বাহিনী গুলি চালানোয় আবারও তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে পাকিস্তান।

পাক পররাষ্ট্র দফতরের মুখপাত্র ও দক্ষিণ এশিয়া বিষয়ক মহা পরিচালক ড. মুহাম্মাদ ফয়সাল ভারতীয় কূটনীতিককে তলব করে যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণ জানতে চান এবং আনুষ্ঠানিকভাবে এর প্রতিবাদ জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, লাইন অব কন্ট্রোলে (এলওসি) ভারতীয় বাহিনীকে নিজস্ব অবস্থানে থাকতে পাকিস্তানের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

লেবাননে ইসরায়েলের মুহুর্মুহু হামলা, নিহত ৩৩

  আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের বৈরুতে শুক্রবার ব্যাপক হামলা চালিয়ে ইরান সমর্থিত সশস্ত্র ...