তালা(সাতক্ষীরা)প্রতিনিধি: তালা থানা পুলিশের বিশেষ অভিযান চলাকালীন ১জন অবৈধ অস্ত্রধারী নাশকতা মামলার আসমীকে আটক করেছে পুলিশ ।
থানা সুত্রে জানাযায়, সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সাজ্জাদুর রহমান , অতিঃ পুলিশ সুপার জনাব কে এম আরিফুল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব আতিকুল হক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী অফিসার ইনচার্জ তালা থানা জনাব হাসান হাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত), এসআই কামাল হোসেন, এসআই মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় তালা থানাধীন তেতুলিয়া ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনাকালে শিরাশুনি গ্রাম হইতে অবৈধ অস্ত্ররাধী , পুলিশ উপর হামলাকারী, নাশকতা মামলার আসামী ও নাশকতা সৃষ্টিকারী আঃ হালিম(৩৩), পিতা-মকবুল হোসেন মোল্যা, থানা-তালা, জেলা-সাতক্ষীরাকে নিজ বসত বাড়ী হইতে আটক করা হয়েছে ।
তালা থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান জানান,আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।