তারাগঞ্জ( রংপুর) প্রতিনিধিঃ দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জোনাব আলিকে (৪২) পুলিশ গ্রেফতার করেছে। জোনাব আলি তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের দিঘলটারি গ্রামের আব্দুস সালেকের ছেলে।
তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, শুক্রবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর উপজেলার ঢেলাপীর এলাকা হতে পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি জোনাব আলিকে গ্রেফতার করে।
তিনি আরও বলেন, যৌতুক নিরোধ আইনে আদালতের বিজ্ঞ বিচারক ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন জোনাব আলিকে। যার মামলা নং সি আর ৩৫/২০।
ওসি মোস্তাফিজার রহমান তারাগঞ্জ থানায় যোগদানের পর থেকেই তার কঠোর পরিশ্রম, বিচক্ষণতা ও দূরদর্শিতায় মাদক, চুরি, ডাকাতিসহ নানা অপরাধের মাত্রা কমে গিয়েছে। ইতোমধ্যে তারাগঞ্জ থানার সকল অফিসারদের সম্মিলিত প্রচেষ্টায় রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ থানাও নির্বাচিত হয়েছে। এ ধারা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ওসি মোস্তাফিজুর রহমান।