সর্বশেষ সংবাদ
Home / দূর্ঘটনা ও শোক সংবাদ / তাড়াশে ট্রাক্টর উল্টে চালক নিহত

তাড়াশে ট্রাক্টর উল্টে চালক নিহত

অদিত্য রাসেলঃ সিরাজগঞ্জের তাড়াশে মাটিবাহী ট্রাক্টর উল্টে আপন শেখ (২৫) নামে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন হেলপার শাহাদত হোসেন (৩০)।
শনিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার মাগুড়া-আঞ্চলিক সড়কের মাগুড়ামুকুন্দ গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত আপন শেখ  উপজেলার সগুনা ইউনিয়নের বিন্নাবাড়ি গ্রামের আব্দুল মোমিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পুকুর খননের মাটি ট্রাক্টর দিয়ে  পরিবহন করছিলেন। মাটিসহ  ট্রাক্টরটি ব্রীজের কাছে উল্টে যায়। এতে ট্রাক্টরের চালক ও হেলপার গুরুতর আহত হন। দু’জনকে তাড়াশ  হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আপনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হেলপারকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ট্রাক্টর টি থানায় নিয়ে আসে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

নারী পুলিশকে ‘কামড়’: মহিলা ভাইস চেয়ারম্যান কারাগারে

  স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ পুলিশ সদস্যকে কামড় দেওয়ার মামলায় রাজশাহীর মোহনপুর উপজেলা ...