সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / ঢাকার সামনে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করালো চট্টগ্রাম

ঢাকার সামনে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করালো চট্টগ্রাম

বিপিএলে নিজেদের প্রথম ম্যাচেই পরাজিত হয়েছিল মিনিস্টার ঢাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তাই তো জয়ের লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ হয়ে মাঠে নেমেছে তারা। শনিবার (২২ জানুয়ারি) টস হেরে ব্যাট করতে নেমে ঢাকার সামনে ১৬১ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে চট্টগ্রাম।

জিততে হলে রাজধানীর দলটিকে করতে হবে ১৬২ রান। এর আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করেছে বন্দর নগরীর দল। সর্বোচ্চ ৪১ রান করেছেন উইল জেকস। এছাড়া বেনি হাওয়েল ৩৭, সাব্বির রহমান ২৯ ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ২৫ রান করেন।

ঢাকার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেছেন রুবেল হোসেন। এছাড়া, আরাফাত সানি, ইসরু উদানা, শুভাগত হোম ও অধিনায়ক মাহমুদইল্লাহ রিয়াদ একটি করে উইকেট নেন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

২৮০ রানের বড় ব্যবধানে ভারতের কাছে হারলো বাংলাদেশ

  ক্রীড়া ডেস্ক: তৃতীয় দিনেই আঁচ পাওয়া গিয়েছিল পঞ্চম দিনে গড়াবে না ...