ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জের l বিশিষ্ট ব্যবসায়ী ও শাহনূরী মাজারের খাদেম l মোঃ খোকন শিকদার 29 শে অক্টোবর রোজ মঙ্গলবার রাত 2 ঘটিকার সময় l ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে lCU বিভাগে l তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন l ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন l মৃত্যুকালে উনার এক ছেলে এক মেয়ে স্ত্রী পিতামাতা তিন বোন l এক ভাই ও অসংখ্য আত্মীয়-স্বজন lশোভাকাংখিত রেখে গেছেন . উনার অকাল মৃত্যুতে সাংবাদিক কামরুল ভূঁইয়া ও শাহনূরী মাজারের ভক্তবৃন্দ l গভীর শোক প্রকাশ করেন l উনার রুহের মাগফেরাত কামনায় আগামী 6 ই নভেম্বর রোজ বুধবার l ওনার বাসভবনের দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে l